reporterঅনলাইন ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

১ অক্টোবর। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস। জেনে নিন এ দিনের আরো গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিন। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

খ্রিস্টপূর্ব ৩৩১ : আলেকজান্ডার গাউগামেলার যুদ্ধে তৃতীয় দারায়ুসকে পরাস্ত করেন।

১৭৮০ : কলকাতার বৈঠকখানা রোডের বাড়িতে আলিয়া মাদরাসা শিক্ষাধারার পত্তন।

১৭৯২ : ব্রিটেনে প্রথম মানি অর্ডার প্রথা চালু।

১৮৩৮ : প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ শুরু।

১৮৫৪ : ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু।

১৯০৯ : বেগম রোকেয়া ভাগলপুর সাখাওয়াৎ মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা।

১৯৪৯ : গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা।

১৯৫৫ : প্রেসিডেন্ট মাও সেতুংয়ের নেতৃত্বে গণচীন প্রজাতন্ত্র তার অস্তিত্ব ঘোষণা করে।

১৯৭৪ : যুক্তরাষ্ট্রে ওয়াটার গেট কেলেঙ্কারির বিচার শুরু।

১৯৮৫ : ইসরায়েলের জঙ্গিবিমান তিউনিসিয়ায় পিএলওর দপ্তরে হামলা চালায়।

১৯৯০ : সোভিয়েত ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন।

১৯৯৪ : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়তায় পালাউ স্বাধীনতা লাভ করে।

১৯৯৯ : স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ পথচলা শুরু করে।

২০০১ : বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন।

জন্ম :

১৮৬১ : নীলরতন সরকার, ব্রিটিশ ভারতীয় চিকিৎসক ও শিক্ষাবিদ।

১৮৮১ : বোয়িং বিমান কোম্পানির প্রতিষ্ঠাতা উইলিয়াম অ্যাডওয়ার্ড বোয়িং।

১৯০৬ : শচীন দেববর্মণ, ভারতীয় সুরকার ও সংগীতশিল্পী।

১৯০৬ : নিকুঞ্জ সেন, ভারতের বিপ্লবী, রাইটার্স বিল্ডিংস অভিযানের রূপকার।

১৯২০ : আবুল হোসেন মিয়া, বাংলাদেশি ছড়াকার ও শিশুসাহিত্যিক।

১৯২১ : এআরএম ইনামুল হক, প্রথম মরণোত্তর চক্ষুদানকারী।

১৯২৪ : আবদুল মালেক উকিল, বাংলাদেশি আইনজীবী এবং রাজনীতিবিদ।

১৯৪০ : কবি, প্রাবন্ধিক মনজুরে মাওলা।

মৃত্যু

১৯৪২ : ব্রজমোহন জানা, বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

১৯৭১ : সাফিল মিয়া, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের মুক্তিযোদ্ধা, বীরউত্তম খেতাবপ্রাপ্ত।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইতিহাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close