reporterঅনলাইন ডেস্ক
  ২২ সেপ্টেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে       

ফাইল ছবি

২৩ সেপ্টেম্বর। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। একনজরে দেখে নিন এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এবং বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু দিন। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

ইতিহাস :

১১৮৭ : সুলতান সালাউদ্দিন আইয়ুব জেরুজালেম অভিযান শুরু করেন।

১৬২০ : তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড।

১৮৩৩ : নিউইয়র্কে ডেইলি সান পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

১৮৩৯ : নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়।

১৮৪৬ : ইয়োহান গেইল নেপচুন গ্রহ আবিষ্কার করেন।

১৯৩২ : সৌদি আরব প্রতিষ্ঠা, বাদশাহ হন আবদুুল আজিজ বিন সৌদ।

১৯৪৯ : সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।

১৯৬৫ : ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি ঘটে।

১৯৯১ : আর্মেনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।

জন্ম :

১৭৯১ : জার্মান সৈনিক, লেখক ও কবি কার্ল থিওডোর কোর্নার।

১৮১৯ : ফরাসি পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক হিপলয়টে ফিযেয়াউ।

১৮৪৭ : বাঙালি রাজনীতিবিদ ও সমাজসেবক আনন্দমোহন বসু।

১৮৬১ : জার্মান প্রকৌশলী, ব্যবসায়ী রবার্ট বশ।

১৮৮০ : নোবেলজয়ী স্কটিশ জীববিজ্ঞানী, চিকিৎসক ও শিক্ষক জন বয়েড।

১৮৯৭ : মার্কিন চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা ওয়াল্টার পিজেয়ন।

১৯০০ : প্রমীলা সমাজবিজ্ঞানী, কবি, অধ্যাপক, অফেলিয়া হুপার।

১৯০১ : নোবেলজয়ী চেক কবি ও সাংবাদিক জারস্লাভ সেইফেরট।

১৯০৭ : বাঙালি সাহিত্যিক এবং অধ্যাপক অজিত কুমার দত্ত।

১৯০৮ : প্রখ্যাত ভারতীয় হিন্দি কবি, প্রাবন্ধিক রামধারী সিং দিনকর।

১৯১৭ : ভারতীয় জৈব রসায়নবিদ ও উদ্ভিদ রসায়নবিদ অসীমা চট্টোপাধ্যায়।

১৯৪০ : ব্রাজিলীয় আইনজীবী, কবি ও রাজনীতিবিদ মিশেল টেমার।

মৃত্যু :

১২৪১ : আইসল্যান্ডীয় ইতিহাসবিদ, কবি ও রাজনীতিবিদ স্নোরি স্টুরলুসন।

১৯৩২ : ভারতীয় ব্রিটিশবিরোধী প্রথম বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার।

১৯৭৩ : নোবেলজয়ী চিলির কবি ও কূটনীতিক পাবলো নেরুদা।

১৯১০ : স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী প্রমথনাথ মিত্র।

১৯৮৯ : বাংলাদেশি শিক্ষাবিদ, কবি এবং লেখক আবু হেনা মোস্তফা কামাল।

আন্তর্জাতিক ইশারা ভাষা বা সাংকেতিক ভাষা দিবস।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইতিহাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close