reporterঅনলাইন ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

১৬ সেপ্টেম্বর। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। এক নজরে দেখে নিন এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এবং বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিন। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

ইতিহাস :

১৮১২ : মস্কো শহরে এক অগ্নিকাণ্ডে এক দিনে প্রায় তিন-চতুর্থাংশ শহর পুড়ে গিয়েছিল।

১৯০৮ : জেনারেল মোটরস করপোরেশন প্রতিষ্ঠিত হয়।

১৯২০ : ওয়াল স্ট্রিটে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৩৮ জনের মৃত্যু।

১৯৩১ : হিজলি জেলে রাজবন্দিদের ওপর পুলিশ গুলি চালায়।

১৯৩১ : লিবিয়ায় ইতালীর উপনিবেশবিরোধী নেতা ওমর মুখতারকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা।

১৯৪০ : মার্কিন যুক্তরাষ্ট্র ২১-৩৫ বছর বয়সি পুরুষদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয়।

১৯৪১ : ইরানের রেজা শাহ পাহলভি সিংহাসন পরিত্যাগ করেন।

১৯৫৫ : আন্তর্জাতিক কপিরাইট কনভেনশন চালু হয়।

১৯৭৫ : পাপুয়া নিউগিনি স্বাধীনতা লাভ করে।

১৯৭৮ : রিখটার স্কেলে ৭.৫-৯ মাত্রার ভূমিকম্পে ইরানে ২৫ হাজার লোকের মৃত্যু।

১৯৮৭ : ২৭ দেশ ভূপৃষ্ঠের বায়ুমন্ডলকে রক্ষার জন্য ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস ব্যবহারে বিধিনিষেধ প্রয়োগে চুক্তিবদ্ধ হয়।

জন্ম :

১৫০৭ : জিয়াজিং, তিনি ছিলেন চীন সম্রাট।

১৭৪৫ : মিখাইল কুটুযোভ, তিনি ছিলেন রাশিয়ান ফিল্ড মার্শাল।

১৮৫৩ : নোবেলজয়ী জার্মান প্রাণরসায়ন বিজ্ঞানী মার্টিন লিওনার্দ অ্যালব্রেচ্ট।

১৮৫৮ : বোনার ল্, কানাডিয়ান স্কটস-মহাজন, রাজনীতিবিদ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

১৮৯৩ : গিরিজাপতি ভট্টাচার্য, বিজ্ঞান গবেষক ও সাহিত্যিক।

মৃত্যু :

০৩০৭ : ফ্লাভিউস ভ্যালেরিয়াস সেভেরাস, রোমান সম্রাট।

১৭৮২ : ফারিনেলি, তিনি ছিলেন ইতালীয় গায়ক।

১৯২৫ : আলেক্সান্দ্র্ আলেক্সান্দ্রোভিচ ফ্রিদমান, রাশিয়ান পদার্থবিদ ও গণিতবিদ।

১৯৩১ : ওমর মুখতার, প্রখ্যাত লিবীয় স্বাধীনতাকামী যোদ্ধা।

দিবস : বিশ্ব ওজোন স্তর রক্ষা দিবস।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইতিহাসের এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close