প্রতিদিনের সংবাদ ডেস্ক
১৫ সেপ্টেম্বর : ইতিহাসের এই দিনে

১৫ সেপ্টেম্বর। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। একনজরে দেখে নিন এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এবং বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিন। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।
ইতিহাস
১৬৫৬ : ইংল্যান্ড ও ফ্রান্স শান্তিচুক্তি স্বাক্ষর করে।
১৭৭৬ : ব্রিটেন ম্যানহাটান দখল করে।
১৮১২ : নেপোলিয়নের ফরাসিবাহিনী মস্কোর ক্রেমলিনে তাঁবু গাঁড়ে।
১৮১২ : ফরাসি দখলদারি প্রতিহত করতে রুশরা মস্কোয় আগুন লাগিয়ে দেয়।
১৮২১ : মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া ও কোস্টারিকা স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৮৩৫ : ভারতে মুদ্রণযন্ত্রকে সংবাদ পরিবেশনের কাজে ব্যবহারের অনুমতি দিয়ে ‘লিবার্টি অব দ্য প্রেস অ্যাক্ট’ স্বাক্ষরিত হয়।
১৮৯৪ : পিয়ং ইয়ংয়ের যুদ্ধে জাপানের কাছে চীন পরাস্ত হয়।
১৯১৭ : আলেকজান্ডার কেরেনস্কি রাশিয়াকে প্রজাতন্ত্র ঘোষণা করেন।
১৯২৮ : আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।
১৯৯৬ : ক্রিকেটে বাংলাদেশ আইসিসি ট্রফি জয় করে।জন্ম
১২৫৪ : ইতালির ভেনিস অঞ্চলের বণিক ও বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলো।
১৮৫৭ : যুক্তরাষ্ট্রের ২৭তম প্রেসিডেন্ট ও ১০ম প্রধান বিচারপতি উইলিয়াম হাওয়ার্ড ট্যাফ্ট।
১৮৭৬ : জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১৯৪৬ : একাডেমি বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্য লেখক অলিভার স্টোন।মৃত্যু
৭০৬ : সিরিয়ার সর্বশেষ সাহাবি হযরত উতবা (র.)।
১৯৮২ : লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল।
২০০৬ : বাংলাদেশি চিত্রশিল্পী ও উদ্যোক্তা নিতুন কুণ্ডু।
২০১৭ : প্রকৃতিবিদ, জীববিজ্ঞানী ও বিজ্ঞান লেখক দ্বিজেন শর্মা।