reporterঅনলাইন ডেস্ক
  ১২ সেপ্টেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে      

ফাইল ছবি

১৩ সেপ্টেম্বর। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। একনজরে দেখে নিন এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এবং বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিন। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

ইতিহাস :

১১২৫ : ডিউক লোথারিয়াস জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৫০১ : মাইকেল এঞ্জেলোর বিখ্যাত ডেভিড মূর্তি নির্মাণ।

১৯৪০ : বাকিংহাম প্যালেসে বোমাবর্ষণ করে জার্মানি।

১৯৪৩ : জেনারেল চিয়াং কাইশেক চীন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হন।

১৯৫৯ : চাঁদের উদ্দেশে রাশিয়ার লুনিক-২ রকেট উৎক্ষেপণ।

১৯৯৩ : ওয়াশিংটনে পিএলও নেতা ইয়াসির আরাফাত ও ইসরাইলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের মধ্যে আপসমূলক জেরিকো-গাজা শান্তি চুক্তি সই।

জন্ম :

৭৮৬ : আব্বাসীয় খলিফা আল মামুন ইবনে হারুন।

১০৮৭ : বাইজেনটাইন সম্রাট জন দ্বিতীয় কমনেনাস।

১৯০৪ : বাঙালি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী।

মৃত্যু :

১৫৯৮ : স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ।

১৮৭২ : জার্মানির বস্তুবাদী দার্শনিক লুডউইগ ফয়েরবাক।

১৯১০ : কবি এবং সুরকার রজনীকান্ত সেন।

১৯২৯ : ব্রিটিশবিরোধী বিপ্লবী যতীন্দ্র নাথ দাস।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close