
ইতিহাসের এই দিনে

১৩ আগস্ট, ইতিহাসের এই দিনে পৃথিবীতে ঘটেছিল অনেক আলোড়নকারী ঘটনা। সেসব ঘটনা তৎকালীন সমাজ ও রাজনীতিতে ফেলেছিল সুদূর প্রসারী প্রভাব। ওইসব ঘটনা সবিস্তারে লেখা আছে ইতিহাসের বিভিন্ন গ্রন্থে। ওই ঐতিহাসিক ঘটনাগুলো নিয়ে আজও চায়ের টেবিলে তর্কের তুফান তুলেন সংবাদিক ও বুদ্ধিজীবীরা। আসুন, জেনে নিন ওই ঘটনাগুলো সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।
১৫৯৮ সালের এই দিনে ফরাসী সম্রাট চতুর্থ হেনরি এক ঐতিহাসিক নির্দেশ জারি করেন।
১৬৪৫ সালের এই দিনে সুইডেন ও ডেনমার্ক শান্তিচুক্তি করে।
১৭৪০ সালের এই দিনে রটারড্যামে অনশন ধর্মঘট শুরু হয়।
১৭৮৪ সালের এই দিনে ইংল্যান্ডের পার্লামেন্টে ভারত আইন গৃহীত হয়।
১৭৮৪ সালের এই দিনে ভারতে প্রশাসনিক সংস্কার প্রস্তাব সংবলিত ইস্ট ইন্ডিয়া বিল ব্রিটিশ পার্লামেন্টে পাস।
১৭৯২ সালের এই দিনে ফ্রান্সের বিপ্লবীরা রাজপরিবারের লোকদের বন্দি করে।
১৮৬৮ সালের এই দিনে ১৫ আগস্ট পর্যন্ত বেশ কয়েকটি ভূমিকম্পে পেরু ও ইকুয়েডরে ৪০ হাজার লোক নিহত হয়।
১৮৮৯ সালের এই দিনে উইলিয়াম গ্রে কয়েন টেলিফোন প্যাটেন্ট করেন।
১৯২৩ সালের এই দিনে মোস্তাফা কামাল পাশা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৬০ সালের এই দিনে মধ্য আফ্রিকা ফরাসী উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷
১৯৬১ সালের এই দিনে পূর্ব জার্মানি মধ্যরাতে বার্লিন প্রাচীর নির্মাণ শুরু করে।
১৯৬৪ সালের এই দিনে ব্রিটেনে সর্বশেষ ফাঁসির মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
১৯৭২ সালের এই দিনে দক্ষিণ ভিয়েতনাম থেকে সর্বশেষ মার্কিন সৈন্যদের প্রত্যাহার।
১৯৯৪ সালের এই দিনে কলকাতা মেট্রোর দমদম-বেলগাছিয়া শাখাটিকে ১.৬২ কিলোমিটার সম্প্রসারিত করে শ্যামবাজার অবধি নিয়ে আসা হয়।
২০০৮ সালের এই দিনে গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতার ফাইনালে ইতালির ফেডেরিকা পেলেগ্রিনি।