reporterঅনলাইন ডেস্ক
  ০৪ আগস্ট, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

৫ আগস্ট, ইতিহাসের এই দিনে পৃথিবীতে ঘটেছিল অনেক ঘটনা। সেসব ঘটনা তৎকালীন সমাজ ও রাজনীতিতে ফেলেছিল সুদূর প্রসারী প্রভাব। এ সব ঘটনা নিয়ে আজও সাংবাদিক ও বুদ্ধিজীবীদের মাঝে চলে জম্পেশ তর্কবিতর্ক। এসব ঘটনা সবিস্তারে বর্ণনা করা হয়েছে ইতিহাসের বিভিন্ন গ্রন্থ। আসুন, সংক্ষেপে সেব ঘটনা সম্পর্কে জেনে নেই। তথ্য নেওয়া হয়েছে ইউকিপিডিয়া থেকে।

১৮৯২ সালের এই দিনে ‘দি ইন্ডিয়ান এ্যাসোসিয়েশন ফর দ্য প্রমোশন অব ফাইন আর্টস ও ন্যাশনাল আর্ট গ্যালারি’ প্রতিষ্ঠিত হয়।

১৯০৫ সালের এই দিনে বঙ্গদেশ বিভক্ত করার জন্য বঙ্গভঙ্গ আইন ঘোষিত হয়।

১৯১৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওতে প্রথম বৈদ্যুতিক ট্রাফিক সংকেত ব্যবস্থা প্রবর্তিত হয়।

১৯২২ সালের এই দিনে জার্মানি ত্যাগ করে আইনস্টানের আমেরিকায় আশ্রয় গ্রহণ।

১৯২৪ সালের এই দিনে তুরস্কে বহু বিবাহ নিষিদ্ধ করা হয়।

১৯৪৭ সালের এই দিনে পূর্ববঙ্গ পার্লামেন্টারি দলের নেতা নির্বাচনে খাজা নাজিমুদ্দিনের কাছে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পরাজয়।

১৯৪৯ সালের এই দিনে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পে ছয় হাজার মানুষ নিহত হয়।

১৯৬০ সালের এই দিনে আফ্রিকার দেশ বুরকিনা ফাসো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৬২ সালের এই দিনে নেলসন ম্যান্ডেলা কারাগারে অন্তরিন হন। ১৯৯০ সাল পর্যন্ত তাকে জেলখানায় কাটাতে হয়।

১৯৬৩ সালের এই দিনে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬৪ সালের এই দিনে উত্তর ভিয়েতনামের টমকিন উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক বোমাবর্ষণ করে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইতিহাস,এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close