reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০২২

স্কুলের বাইরে যত্রতত্র লেখা ‘সরি’, কিন্তু কেন?

স্কুলের সিঁড়িতেও লেখা রয়েছে সরি। ছবি : টুইটার

প্রিয়জনদের রাগ বা অভিমান ভাঙাতে অনেককেই ক্ষমা চাইতে দেখা যায়। কিন্তু ক্ষমা চাওয়ার জন্য আপনি কতটা জোর দিচ্ছেন, তা নির্ভর করে আপনাকে বিপরীতে থাকা মানুষটি ক্ষমা করবেন কি না। কিন্তু ভারতের বেঙ্গালুরুতে ক্ষমা চাওয়ার এক নিদর্শন হয়তো অবাক করবে। যা ‌ইতোমধ্যেই নেটমাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছে।

রাজ্যটির শান্তিধামা স্কুলের বাইরের দেয়াল থেকে শুরু করে সিঁড়ি, সর্বত্র লাল কালির আঁচড়ে ইংরেজিতে লেখা ‘সরি’। এমনকি, ‘সরি’ লেখা রয়েছে স্কুলের বাইরের রাস্তাজুড়েও। কিন্তু কেন, তা কেউ জানে না। কে করেছে তারও উত্তর নেই স্কুল কর্তৃপক্ষের কাছে।

সিসি টিভিতে শুধু দেখা যাচ্ছে, ডেলিভারি বয়ের পোশাকে দুজন এই কাণ্ড ঘটিয়েছেন। কিন্তু মুখ ঢেকে থাকায় তাদের মুখ সিসি টিভিতে স্পষ্ট নয়।

ক্ষমা চাওয়ার এই ধরন নজর কেড়েছে নেটমাধ্যমে। ঘটনাটি হাসির খোরাকও তৈরি করেছে। বেশ কিছু মানুষ এই ঘটনাকে ‘পাগল প্রেমিক’-এর কাণ্ড বলে বর্ণনা করেছেন। আবার কেউ লিখেছেন, বিরাট কোহলির দল আইপিএলে হারবে জেনে আগে থেকেই ক্ষমা চেয়ে রেখেছে।

স্কুল কর্তৃপক্ষ পুরো বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ তদন্ত শুরু করেছে। সূত্র : আনন্দবাজার

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সরি,Sorry,বিচিত্র,ক্ষমা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close