reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ডিসেম্বর, ২০২১

জঙ্গল ছেড়ে ঘরে ভালুক, আতঙ্ক, চলছে উদ্ধার অভিযান

বাড়িতে ঢুকে পড়া ভালুকবাচ্চা

ভারতের মালবাজার শহরে একটি বাড়িতে ঢুকল ভালুক। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে শহরের ১১ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে ঢুকে পড়ে ভালুকটি। বাড়িটি ঘিরে ফেলে ভালুকটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা। আনা হচ্ছে খাঁচা এবং বড় জাল।

স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ পোদ্দার বলেন, ‘সকালে দরজা খোলার পর ভালুকটাকে দেখতে পাই। প্রথমে জন্তুটাকে দেখে বুঝতে পারিনি। ভেবেছিলাম শূকর। তবে পরে পায়ের নখ দেখে বুঝতে পারি ওটা ভালুকের বাচ্চা। আমরা সবাই খুব আতঙ্কে আছি।’

খবর পেয়ে ঘটনাস্থলে যান পরিবেশপ্রেমীরা। তাদের সূত্রে জানা গেছে, ভালুকটি পূর্ণবয়স্ক নয়। শিশু। তাদের মতে, এমন অবস্থায় ভালুক কখনো একা ঘোরে না। ওই ভালুকটির সঙ্গে তার সঙ্গীরাও আছে বলে মনে করা হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে ফেলেন বনকর্মীরা। তারা খাঁচা এবং জালে নিয়ে এসে ভালুকের বাচ্চাটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। ভালুকটিকে ধরতে ঘুমের ইঞ্জেকশন প্রয়োগ করা হতে পারে।

মালবাজার স্কোয়াডের রেঞ্জার দীপেন সুব্বা বলেন, ‘সকালে মালবাজার শহরে ভালুক ঢোকার খবর আসে। কোথা থেকে এসেছে, তা ঠিক বোঝা যাচ্ছে না। আমরা ওকে ধরার চেষ্টা চালাচ্ছি।’

দিন কয়েক আগেই জলপাইগুড়ি শহরে ভালুক ঢোকার খবর মিলেছিল। জেলা প্রশাসকের বাংলোর সামনের সিসি ক্যামেরায় ভালুকের ছবি ধরা পড়ে। তবে ভালুকটির কোনো সন্ধান মেলেনি। এর আগে ভালুকের হামলায় একজন নিহত হন মালবাজারের মেটেলিতে। পরে ভালুকটিকে পিটিয়ে হত্যা করের স্থানীয়রা। সূত্র : আনন্দবাজার

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আতঙ্ক,জঙ্গল,ভালুক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close