reporterঅনলাইন ডেস্ক
  ০৪ সেপ্টেম্বর, ২০২১

যে মাছ ধরে কোটিপতি জেলে

এক ঝাক ঘোল মাছ ধরে রাতারাতি কোটিপতি বনে গেছেন এক জেলে। ভারতের মহারাষ্ট্রের সেই জেলের নাম চন্দ্রকান্ত তারে। তিনি পালঘার জেলার মুরবে গ্রামের বাসিন্দা। জানা গেছে, গত ১৫ আগস্ট তিনি তার দল নিয়ে মাছ ধরতে যান। ২৮ আগস্ট তাদের জালে ধরা পরে এক ঝাক ঘোল মাছ। ১৫০টিরও বেশি ঘোল শিকার করতে সক্ষম হন তারা। ওই মাছগুলো তারা মোট ১ কোটি ৩৩ লাখ রূপিতে বিক্রি করেন। ঘোল মাছের বৈজ্ঞানিক নাম প্রোটোনিবিয়া ডায়াক্যান্থাস।

এটি সামুদ্রিক মাছগুলোর মধ্যে যেগুলো সবথেকে দামি তারমধ্যে একটি। দক্ষিণ পূর্ব এশিয়া ও হংকং-এ এই মাছের প্রচুর চাহিদা রয়েছে। এর পাখনা দিয়ে দামি ওষুধ তৈরি করা হয়। এছাড়া সিঙ্গাপুরে ওয়াইন উৎপাদনেও এটি ব্যবহৃত হয়।

পিডিএসও/রি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঘোল মাছ,কোটিপতি জেলে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close