reporterঅনলাইন ডেস্ক
  ১০ জুলাই, ২০২১

এই জুতার দাম ১০ কোটি টাকা

বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড নাইকির সহ-প্রতিষ্ঠা বিল বওয়ারম্যানের হাতে তৈরি এক জোড়া জুতার বিনিময়ে ১২ লাখ ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি টাকার বেশি আশা করছে নিলামঘর সোথবে।

‘প্রোটোটাইপ লোগো’ সংবলিত বিরল এ ট্রাক স্পাইকি তৈরি হয়েছে ১৯৬০ এর দশকে। পরে ১৯৭০ এর দশকে পরিমার্জন করে বাজারে আনা হয়। যা ব্র্যান্ড হিসেবে নাইকির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বিবৃতিতে জানায় নিলামঘরটি।

মূলত কানাডীয় ট্র্যাক ও ফিল্ড স্প্রিন্টার ও অলিম্পিয়ান হ্যারি জেরোমির জন্য এ জুতা জোড়া তৈরি হয়েছিল। এখানে চারটি প্রোটোটাইপ লোগো ব্যবহার করা হয়। যার মাধ্যমে ব্র্যান্ডের ধারণা নিয়ে নিরীক্ষা করছিলেন বওয়ারম্যান।

জেরোমি তার অ্যাথলেট ক্যারিয়ারে সাতটি বিশ্ব রেকর্ড গড়েন। ১৯৬৪ সালে টোকিও গ্রীষ্মকালীন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতেন তিনি।

এ জুতায় ব্যবহার করা ওয়াফল সোল ট্র্যাক স্পাইকের ক্ষেত্রে উল্লেখযোগ্য আবিষ্কার। ১৯৭২ সালের অলিম্পিকে নাইকি মুন সু’র মাধ্যমে যার প্রিমিয়ার হয়।

আরও নানান ঘটনার সঙ্গে যুক্ত এ ধরনের খুব কম জুতাই টিকে আছে। যার একটি জোড়া আছে ইউনিভার্সিটি অব অরেগনের আর্কাইভে।

২৩ জুলাই অনলাইনে বিরল এ জুতার নিলাম শুরু হবে, ঠিক যে দিন টোকিও অলিম্পিক ২০২০-এর পর্দা উঠবে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জুতা,নাইকি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close