প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ মে, ২০২১

বিশ্বে মানুষের চেয়ে পাখি ৬ গুণ বেশি

পৃথিবীতে এ মুহূর্তে মানুষের চেয়ে পাখির সংখ্যা কমপক্ষে ছয় গুণ বেশি। এক গবেষণায় পাওয়া ফল অনুযায়ী পাখির সংখ্যা পাঁচ হাজার কোটির মতো।

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের করা এই গবেষণা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রসিডিংস অব দ্য ইউএস ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেসে।

বিশ্বের বিভিন্ন প্রান্তের ৯ হাজার ৭০০ প্রজাতির পাখির তথ্য নিয়ে কাজ করে তৈরি করা প্রতিবেদনটিতে বলা হয়, যে পাঁচ হাজার কোটি পাখি এখনো রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে চড়ুই (হাউস স্প্যারো) এবং ইউরোপিয়ান স্টার্লিং। চড়ুই রয়েছে ১৬০০ কোটি আর ইউরোপিয়ান স্টার্লিং ১৩০০ কোটি।

ভারতের পশ্চিমবঙ্গে ঢাকুরিয়া লেক। পোশাকি নাম রবীন্দ্র সরোবর। দক্ষিণ কলকাতায় বিরাট এক প্রাকৃতিক জলাশয়। কংক্রিটের জঙ্গলের মধ্যে যেন এক সবুজ দুনিয়া। অন্যদিকে অনেক প্রজাতির পাখি ধীরে ধীরে বিলুপ্তির পথে রয়েছে বলেও জানা গেছে এই গবেষণায়। বিশেষ করে কিউই আর মেসাইটস। সারা বিশ্বে কিউই আছে মাত্র ৩০০০। এ ধরনের পাখি মূলত শুধু নিউজিল্যান্ডে দেখা যায়। মেসাইটস বেশি পাওয়া যায় মাদাগাস্কারে। সব মিলিয়ে তাদের সংখ্যা ১ লাখ ৫৪ হাজারের মতো।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্ব,পাখি,মানুষ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close