reporterঅনলাইন ডেস্ক
  ০৬ মে, ২০২১

কারফিউ অমান্য করায় কুকুর গ্রেপ্তার!

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মধ্যপ্রাচ্যে রাত্রিকালিন কারফিউ জারি করা হয়েছে। রাতে করোনা বিধিনিষেধ ভঙ্গ করে সড়কে কুকুর বের হয়। এতে কুকুরটিকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার রাতে মধ্যপ্রদেশের ইন্দোরে এ ঘটনা ঘটেছে। এদিকে কুকুরটিকে গ্রেপ্তার করায় পশু অধিকারকর্মীরা এর প্রতিবাদ জানিয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, কারফিউ থাকায় রাতে কুকুরটিকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন এক ব্যবসায়ী। তখন মালিকসহ কুকুরটিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, রাত্রিকালীন কারফিউ চলাকালীন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। পুলিশ জায়গায় জায়গায় টহল দিচ্ছে। ওই রাতে পলাশিয়াতে টহল দেয়ার সময় ওই ব্যক্তি ও তার কুকুরকে দেখতে পায় পুলিশ। পরে দুইজনকেই গ্রেপ্তার করা হয়েছে।

করোনার বিধিনিষেধ ভঙ্গ করায় ওই ব্যবসায়ী ও কুকুরটিকে গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কুকুরের মালিকসহ কুকুরটিকে জেলে পাঠানো হয়েছে। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুকুর গ্রেপ্তার,কারফিউ,করোনাভাইরাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close