reporterঅনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি, ২০২১

পিপিই পরে কয়েক কোটি টাকার গয়না চুরি!

করোনা পরিস্থিতিতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরে কয়েক কোটি টাকার স্বর্ণ চুরি করেছে এক ব্যক্তি। ভারতের রাজধানী দিল্লিতে এ ঘটনা ঘটেছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, দিল্লির এক গয়না দোকান থেকে কয়েক কোটি টাকার স্বর্ণ চুরি করেছিল এক ব্যক্তি। দোকানের সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে সেই চুরির দৃশ্য। ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিল্লি পুলিশ জানায়, শহরের কালকাজি এলাকার ওই দোকান থেকে ১৩ কোটি রুপি মূল্যের ২৫ কেজি সোনার গয়না চুরি হয়।

গয়নার দোকানের পাশের ভবনের বারান্দা থেকে লাফ দিয়ে দোকানে ঢুকে চোর। মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় ঢুকে রাত ৩ টা নাগাদ চুরি করে পালায় অভিযুক্ত ব্যক্তি। সে সময় দোকানে পাঁচজন নিরাপত্তারক্ষী থাকলেও কিছুই টের পায়নি তারা।

অভিযুক্ত চোরের বাড়ি কর্নাটকের হুবলিতে। কালকাজি এলাকার একটি ইলেকট্রনিকসের দোকানে কাজ করত সে। সেই দোকানের কাছেই ছিল গয়নার দোকানটি।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গয়না চুরি,পিপিই
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close