reporterঅনলাইন ডেস্ক
  ১৬ মে, ২০২০

করোনা : নারী চিকিৎসককে তালাবদ্ধ করে রাখলেন প্রতিবেশী

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে নিজেই আক্রান্ত হয়েছিলেন এক নারী চিকিৎসক। আক্রান্ত হওয়ার পর করোনার সঙ্গে যুদ্ধ করে সুস্থ হলেও তার বাড়ি ফেরা অনিশ্চিত ছিল। বাসায় না ফেরার হুমকি কাজ না হওয়ায় ওই নারী চিকিৎসককে নিজ ফ্ল্যাটে আটকে রেখেছিলেন তার প্রতিবেশী।

ভারতের দিল্লিতে এমন ঘটনা ঘটেছে বলে শনিবার সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জে নিজ ফ্যাটে আসেন ওই নারী চিকিৎসক। আসার পর তাকে তার ফ্ল্যাট ছেড়ে চলে যেতে হুমকি দেন কয়েকজন প্রতিবেশী। এ সময় ওই নারী চিকিৎসককে অপমান ও লাঞ্ছনার শিকার হতে হয়।

এত কিছুর পরে ওই নারী চিকিৎসক তার ফ্ল্যাটে ঢুকলে তাকে ভেতরে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেন প্রতিবেশীরা। ওই নারী পুলিশের কাছে দায়ের করে অভিযোগে বলেছেন, বুধবার সাড়ে ৪টা নাগাদ মনিস নামে তার প্রতিবেশী তার ফ্ল্যাটে তালা লাগিয়ে দিয়ে বলেন, ‘আমিও দেখব তুই বাইরে কীভাবে যাস। এবার তো তোকে এখান থেকে যেতেই হবে, যাকে কল দিতে হয় দে।’

এর আগে ভারতের অন্ধ্র প্রদেশ এবং মেঘালয়ের সিলংয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া দুই চিকিৎসকের মৃতদেহ সৎকারে বাঁধা দিয়েছিল স্থানীয়রা।

আক্রান্তের দিক থেকে সারা বিশ্বে ভারতের অবস্থান ঠিক দশের পরেই। ভারতে এখন পর্যন্ত ৮৫ হাজার ৯৪০ জন এই মহামারিতে আক্রান্ত হয়েছে আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুই হাজার ৭৫৩ জনের।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা,নারী চিকিৎসক,তালাবদ্ধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close