reporterঅনলাইন ডেস্ক
  ০৬ অক্টোবর, ২০২০

সূচক পতনে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৩২০ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৪৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়া সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৪০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সিএসইতে টাকার অংকে ৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সূচক,ডিএসই,শেয়ার লেনদেন,ঢাকা স্টক এক্সচেঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close