reporterঅনলাইন ডেস্ক
  ৩১ ডিসেম্বর, ২০১৮

ডিএসইতে বাজার মূলধন কমেছে ৩৬ হাজার কোটি টাকা

চলতি বছর অধিকাংশ সময় পুঁজিবাজারে লেনদেন ও সূচকে ছিল ধীরগতি। যার প্রভাব পড়েছে বাজার মূলধনেও। এক বছরের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ৩৬ হাজার ১২৮ কোটি ৪৪ লাখ টাকা। তবে বাজার পুরোপুরি গতিশীল হলে বাজার মূলধন বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ২০১৮ সালের শেষ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৯৫ কোটি ২৮ লাখ টাকা। আলোচ্য বছরের প্রথম কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ২৩ হাজার ৪২৩ কোটি ৭৩ লাখ টাকা। এক বছরের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩৬ হাজার ১২৮ কোটি টাকা।

এদিকে, আলোচ্য বছরে বাজার মূলধন সর্বনিম্ন ৩ লাখ ৭৪ হাজার কোটি টাকা হয়েছিল। এ সময় বাজার মূলধন সর্বোচ্চ দাঁড়ায় ৪ লাখ ২৫ হাজার কোটি টাকা।

শুধু বাজার মূলধনই নয়, আলোচ্য বছরের লেনদেনের পরিমাণও কমেছে। ২০১৮ সালে বাজারে মোট লেনদেন হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৫৯১ কোটি ৩৩ লাখ টাকা, এ সময় গড় লেনদেন হয়েছে ৫৫২ কোটি ৩ লাখ টাকা। আগের বছর বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল ২ লাখ ১৬ হাজার ৯৫৯ কোটি ৭১ লাখ টাকা।

এ সময় গড় লেনদেনের পরিমাণ ছিল ৮৭৪ কোটি ৮৩ লাখ টাকা। এক বছরের ব্যবধানে বাজারে লেনদেন কমেছে ৮৩ হাজার ৩৬৮ কোটি টাকা বা ৩৮ দশমিক ৪৩ শতাংশ কম।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পুঁজিবাজার,মূলধন,বাজার মূলধন,ডিএসই
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close