হামিদ রনি
আলহাজ্ব ফখরুল ইসলাম ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামে’র সভাপতি নির্বাচিত
ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের (ডিএসডিএফ) কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো. ফখরুল ইসলাম। মঙ্গলবার (১ অক্টোবর) ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লি. এর তোপখানা রোডস্থ প্রধান কার্যালয়ে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং সোসাইটির কর্ণধারদের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে রিয়েল এস্টেট সেক্টরের পুরোধাব্যক্তিত্ব মেট্রো গ্রুপ ও ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লি. এর চেয়ারম্যান আলহাজ্ব মো. ফখরুল ইসলামকে ফোরামটির কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে ৫০ এর অধিক প্রতিষ্ঠিত ও খ্যাতনামা আবাসন-কোম্পানির মালিক(এমডি/চেয়ারম্যান) উপস্থিত ছিলেন।
এদিকে সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তাঁর নেতৃত্বে সংঘটনটি রিয়েল এস্টেট সেক্টরে আলোড়ন সৃষ্টি করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।