reporterঅনলাইন ডেস্ক
  ১৫ আগস্ট, ২০২৪

আজ ব্যাংক খোলা

আজ ১৫ আগস্ট, সরকার জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করেছে। এর ধারাবাহিকতায় এদিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে বলে আগেই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে আজ স্বাভাবিক নিয়মে চলবে ব্যাংকের লেনদেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ১৩ আগস্ট এক আদেশের মাধ্যমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ছুটি বাতিল করেছে। এ কারণে এদিন সব তফসিলি ব্যাংক এ দিবসে স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফাইন্যান্স কোম্পানি আইনি, ২০২৩-এর ৪১(২)(ঘ) ধারার প্রদত্ত ক্ষমতাবলে আরেক নির্দেশনায় বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানিগুলো ১৫ আগস্ট স্বাভাবিক নিয়মে অফিস খোলা ও কার্যক্রম পরিচালনা করবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্যাংক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close