reporterঅনলাইন ডেস্ক
  ১২ আগস্ট, ২০২৪

এনসিসি ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা

ছবি : সংগৃহীত

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। গত ১ আগস্ট ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত ওই সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার সভাপতিত্বে করেন।

সভায় ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক ও সাবেক চেয়ারম্যান মো. আবদুল আউয়াল, সাবেক চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ, পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান তানজীনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজামউদ্দীন, পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মো. মঈনউদ্দিন, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ, সাবেক চেয়ারম্যান এস এম আবু মহসীন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম শামসুল আরেফিন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব মো. মনিরুল আলমসহ ব্যাংকের বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার অনলাইনে অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এনসিসি ব্যাংক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close