reporterঅনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট, ২০২৪

বিক্ষোভের মুখে পালালেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-উপদেষ্টারা

ক্ষোভের মুখে বাংলাদেশ ব্যাংক থেকে পালিয়েছেন ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা। ব্যাংক খাতে লুটপাট, দখল, অনৈতিক সুবিধা প্রদান ও নানা অনিয়মের সহযোগিতা করার দায়ে বিক্ষোভের মুখে তারা বাংলাদেশ ব্যাংক ছাড়েন।

বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আন্দোলনরত কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ১০টার দিকে তারা প্রথমে বিক্ষাভ শুরু করেন। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ের চতুর্থ তলায় কর্মকর্তারা ‌‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিয়ে অবস্থান নেন।

এ সময় কার্যালয় থেকে বের হয়ে যান দুই ডেপুটি গভর্নর খোরশেদ আলম, ড. হাবিবুর রহমান, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা আবু ফরাহ মো. নাসের ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস। অপর দুই ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও নুরুন নাহার চাকরি থেকে রিজাইন করতে বাধ্য হন। আন্দোলনরত কর্মকর্তারা ৩০ তলা ভবনের নিচে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা বলেন, দুই শতাধিক কর্মকর্তা–কর্মচারী এ বিক্ষোভে যোগ দেন। বিক্ষোভরত একাধিক কর্মকর্তা বলেন, ,ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির জন্য বাংলাদেশ ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তা দায়ী এবং তারা দায়িত্বে থাকলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে যে পরিবর্তনের আবহ তৈরি হয়েছে ব্যাংক খাতে সুশাসন ফিরবে না। তাই আমরা এ বিক্ষোভ করছি।

তারা বলেন, প্রথমে ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানের কক্ষে যাওয়া যাই এবং তাকে পদত্যাগে বাধ্য করা হয়। এ সময় কাজী ছাইদুর রহমান একটি সাদা কাগজে পদত্যাগের কথা লেখেন এবং স্বাক্ষর করেন। এরপর তিনি বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে যান। এরপর ডেপুটি গভর্নর নুরুন নাহারের কক্ষে যান।

ঘটনার সময় গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে ছিলেন না।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ একদিন পর মঙ্গলবার (৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান জানিয়ে ছিলেন, মানসিক অবস্থা খারাপ হওয়ার কারণে গভর্নর বাংলাদেশ ব্যাংকে আসেননি। আজও ( ৭ আগস্টে) তিনি বাংলাদেশ ব্যাংকে আসেননি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close