আইসিটির ১৯ খাত করমুক্ত থাকছে
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাবে জানিয়েছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তির (আইসিটি) ১৯টি খাত করমুক্ত থাকছে। দেশীয় ব্যবসা থেকে আয় ও ব্যক্তিপর্যায়ে ব্যবসায়িক কার্যক্রম স্বল্পসময়ের মধ্যে ক্যাশলেস করার শর্তে এ খাতগুলো করমুক্ত রাখার প্রস্তাব করেছেন তিনি।
করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে যেসব খাত
>> এআই বেজড সলিউশন ডেভেলপমেন্ট
>> ব্লকচেইন বেজড সলিউশন ডেভেলপমেন্ট
>> রোবোটিকস প্রসেস আউটসোর্সিং
>> সফটওয়্যার অ্যাজ অ্যা সার্ভিস
>> সাইবার সিকিউরিটি সার্ভিস
>> ডিজিটাল ডাটা এনালাইটিকস ও ডাটা সাইয়েন্স
>> মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস
>> সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কাস্টমাইজেশন
>> সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস
>> ওয়েব লিস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও সার্ভিস
>> আইটি সহায়তা ও সফটওয়্যার মেইনটেন্যান্স সার্ভিস
>> জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস
>> ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট
>> ডিজিটাল গ্রাফিকস ডিজাইন
>> ডিজিটাল ডেটা অ্যান্ট্রি ও প্রসেসিং
>> ই-লার্নিং প্ল্যাটফর্ম ও ই-পাবলিকেশন
>> আইটি ফ্রিল্যান্সিং
>> কল সেন্টার সার্ভিস
>> ডকুমেন্ট কনভারশন, ইমেজিং ও ডিজিটাল আর্কাইভিং
২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বাজেট। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে এটি দেশের ৫৩তম বাজেট।