reporterঅনলাইন ডেস্ক
  ২১ নভেম্বর, ২০২৩

নিরাপত্তা নিশ্চিতে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

চলমান হরতাল ও অবরোধ কর্মসূচি চলাকালে ব্যাংকগুলোতে আরো নিরাপত্তা নিশ্চিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে ব্যাংকের স্থাপনা ও জানমালের নিরাপত্তায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ব্যাংকগুলোকে স্থাপনা ও জানমালের নিরাপত্তায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২০১৫ সালের জুলাইয়ের সার্কুলার মেনে চলার নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক, শাখা ও উপশাখার ঢোকার পথ, ভেতরে ও চারদিকে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখতে হবে।

সার্কুলারে আরো বলা হয়, ব্যাংকের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত, স্থাপিতব্য সিসিটিভি, আইপি ক্যামেরা, স্পাই ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ প্রয়োজনে পুলিশ সদস্যরা যাতে পেতে পারেন সে ব্যবস্থা ব্যাংককে গ্রহণ করতে হবে। এসব ভিডিও ফুটেজ ন্যূনতম এক বছর সংরক্ষণ করার কথাও বলা হয়েছে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কেন্দ্রীয় ব্যাংক,নিরাপত্তা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close