reporterঅনলাইন ডেস্ক
  ১৬ নভেম্বর, ২০২৩

ছোট ঋণে গুরুত্বের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

দেশের অর্থনীতির প্রধান বাহন কৃষি। সেই কৃষিকে বেগবান করতে প্রান্তিক পর্যায়ে ঋণ বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে বড় ঋণের পরিবর্তে ছোট ঋণে বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে। এমনকি কোটি টাকার ঋণের পরিবর্তে ক্ষুদ্র হিসাবধারী কৃষক, মৎস্য চাষি, খামারি এবং ছোট ছোট উদ্যোক্তাদের ঋণের আওতায় আনতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে যারা এখন পর্যন্ত কৃষি ও পল্লী ঋণের সুবিধা পাননি, তাদের অগ্রাধিকারভিত্তিতে ঋণ বিতরণ করতে তাগিদ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুল আমীন এ নির্দেশ দেন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক কানিজ ফাতিমা এবং বাণিজ্যিক ব্যাংকের কৃষিঋণ বিভাগের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

একটি সূত্র জানায়, বেসরকারি খাতের ডাচ বাংলা ব্যাংকসহ ডজন-খানেক ব্যাংক কৃষিঋণ বিতরণে বড় গ্রাহকদের ঋণ দিচ্ছে। শুধু ডাচ বাংলা ব্যাংকের বিতরণ করা কৃষিঋণের মধ্যে ৫ জন গ্রাহকের কাছে ৯০ শতাংশের বেশি ঋণ বিতরণ করেছে। কিছু ব্যাংক ক্ষুদ্র কৃষক ও প্রান্তিক গ্রাহককে কৃষিঋণ দিতে অনীহা দেখাচ্ছে। এতে কৃষি ও পল্লী ঋণের লক্ষ্য ব্যাহত হচ্ছে।

বিষয়টি কৃষিঋণ বিভাগের মনিটরিংয়ে উঠে এসেছে। এখান থেকে বের হতে এ বৈঠকে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে ঋণ বাড়াতে পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে বড় ঋণের বদলে ঋণের সীমা কমিয়ে ছোট ঋণ বিতরণে কড়া নির্দেশ দিয়েছে। এরপরও যদি কোনো ব্যাংক নতুন করে বড় ঋণ বিতরণ করে সেসব ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কেন্দ্রীয় ব্যাংক,ঋণ,বাংলাদেশ ব্যাংক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close