অর্থনৈতিক প্রতিবেদক
চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে বুধবার (২০ সেপ্টেম্বর) এই সফর করেন তিনি। এসময় আরো ছিলেন সিনিয়র সচিব ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও বাংলাদশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার নির্বাহী চেয়ারম্যানসহ পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর ঊর্দ্ধতন কর্মকর্তারা।
চট্টগ্রাম ও ফেনী জেলার মীরসরাই, সীতাকুন্ড ও সোনাগাজী উপজেলায় প্রায় ৩৩ হাজার একর উপর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ স্থাপন করছে বেজা। এ শিল্প নগরে এখন পর্যন্ত দেশি-বিদেশি প্রায় ১৯ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এরই ধারাবাহিকতায় পাঁচটি প্রতিষ্ঠান ইতোমধ্যে উৎপাদন শুরু করেছে। আরও ২১টি শিল্প প্রতিষ্ঠান শিল্প স্থাপনের কাজ শুরু করেছে যা পর্যায়ক্রমে আগামী নভেম্বর ২০২৩ হতে উৎপাদন শুরু করবে। ইতোমধ্যে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে এবং এখন পর্যন্ত ৫৮৭০ লোকের কর্মসংস্থান হয়েছে। ভবিষ্যতে প্রায় ৮ লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এ শিল্প নগরে।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে পরিকল্পিত শিল্পায়নের অংশ হিসেবে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। অর্থনৈতিক অঞ্চলসমূহে বিনিয়োগকারীদের পরিষেবা প্রদানে অনেক চ্যালেঞ্জ থাকলেও বেজা তা সাফল্যের সাথে মোকাবিলা করে সকল সরকারি সংস্থার সাথে সুসমন্বয়ের মাধ্যমে পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ নিশ্চিত করছে।
তিনি আরো বলেন, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধির সাথে সাথে পণ্যের বৈচিত্র্য সাধন হবে। সরকারের এই মেগা প্রজেক্টটি দ্রুততম সময়ে সফল করার জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার আন্তরিকতা প্রয়োজন।
বেজা’র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, মিরসরাইতে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল ও শিল্প নগর নির্মিত হচ্ছে। এর ফলে এদেশে শিল্পায়নের অভূতপূর্ব বিপ্লব সাধিত হবে এবং জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ পূরণ হবে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন খাতের নানা শিল্প প্রতিষ্ঠান তাদের শিল্প স্থাপনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরকে বেছে নিচ্ছেন যা দেশের শিল্পায়নের পথে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে মডার্ন সিনটেক্স, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এশিয়ান পেইন্টসসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন।