টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

  ১৬ অক্টোবর, ২০২১

মিয়ানমার থেকে বিনা শুল্কে পেঁয়াজ আমদানির নির্দেশ

দেশে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য মিয়ানমার থেকে বেশি বেশি পেঁয়াজ আমদানি করার জন্য আমদানিকারকদের প্রতি আহ্বান জানিয়েছেন অতিরিক্ত বাণিজ্য সচিব এইচ এম শফিকুজ্জামান।

শনিবার (১৬ অক্টোবর) সকালে তিনি টেকনাফ স্থল বন্দরে এ আহ্বান বলেন।

এইচ এম শফিকুজ্জামান বলেন, টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা দ্রুত সময়ে সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি দেশের পেঁয়াজের সংকট দেখা দিয়েছে। তা দ্রুত সময়ে মূল্য কমিয়ে সাধারণ জনগণের কাছে পৌঁছানোর জন্য সরকার ব্যবস্থা নিয়েছেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী, ২ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. মোহতামিম, কাস্টমস রাজস্ব কর্মকর্তা আব্দুন নুর, বন্দরের ব্যাবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী, টেকনাফ স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্টের সভাপতি আব্দুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পেঁয়াজ আমদানি,মিয়ানমার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close