reporterঅনলাইন ডেস্ক
  ০৯ অক্টোবর, ২০২১

জিডিপি প্রবৃদ্ধিতে দক্ষিণ এশিয়ায় সবচেয় ধারাবাহিক বাংলাদেশ

বিশ্বব্যাপি করোনা মহামারির প্রভাব থেকে বেরিয়ে এসে গতি ফিরছে দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে। বিশ্ব অর্থনীতিতে যেখানে স্থবিরতা বিরাজ করছে এমন কঠিন সময়েও দারুণ কৃতিত্ব দেখিয়ে অর্থনীতিতে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। বিগত ২০১৯-২০ অর্থবছরে দক্ষিণ এশিয়ায় একমাত্র ইতিবাচক প্রবৃদ্ধি হওয়া দেশ হলো বাংলাদেশ। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে পারলে আগামী ২০২২-২৩ অর্থবছরেই জিডিপি প্রবৃদ্ধিতে ভারতসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশকে আবারও পেছনে ফেলা সম্ভব হবে বাংলাদেশের।

গত বৃহস্পতিবার ( অক্টোবর) বিশ্বব্যাংক প্রকাশিত দক্ষিণ এশীয় অর্থনীতি বিষয়ক সবশেষ প্রতিবেদনে (সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস)-এ তথ্য উঠে এসেছে।

বিশ্বব্যাংক প্রকাশিত হিসাব মতে, ২০১৯-২০ অর্থবছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু বাংলাদেশের (জুলাই-জুন) জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ইতিবাচক ধারায় দশমিক শতাংশ। একইসময় অঞ্চলের বাকি সব দেশের প্রবৃদ্ধিই ছিল নেতিবাচক। ওই অর্থবছরে ভারতের (এপ্রিল-মার্চ) প্রবৃদ্ধি মাইনাস দশমিক শতাংশ, মালদ্বীপের (জানুয়ারি-ডিসেম্বর) মাইনাস ৩৩ দশমিক শতাংশ, শ্রীলঙ্কার (জানুয়ারি-ডিসেম্বর) মাইনাস দশমিক শতাংশ, ভুটানের (জুলাই-জুন) মাইনাস দশমিক শতাংশ, নেপালের (জুলাই-জুন) মাইনাস দশমিক শতাংশ পাকিস্তানের (জুলাই-জুন) অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল মাইনাস দশমিক শতাংশ।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ফের ইতিবাচক ধারায় ফেরে দক্ষিণ এশিয়ার অর্থনীতি। ২০২০-২১ অর্থবছরে অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে শতাংশ, ভারতের দশমিক শতাংশ, নেপালের দশমিক শতাংশ, পাকিস্তানের দশমিক শতাংশ, মালদ্বীপের ২২ দশমিক শতাংশ শ্রীলঙ্কার দশমিক শতাংশ। ভুটানই কেবল এবছর নেতিবাচক ধারা থেকে বের হতে পারেনি। তাদের প্রবৃদ্ধি ছিল মাইনাস দশমিক শতাংশ।

বিশ্বব্যাংকের আগাম পূর্বাভাস অনুসারে, ২০২১-২২ অর্থবছরেও বাংলাদেশ আশাব্যঞ্জক গতিতে প্রবৃদ্ধি অর্জন করবে। এসময় বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৪ শতাংশ। এছাড়া নেপালের প্রবৃদ্ধি বেড়ে দশমিক শতাংশ ভুটানের প্রবৃদ্ধি বেড়ে হতে পারে দশমিক শতাংশ। ওই বছর অঞ্চলের বাকি দেশগুলোর প্রবৃদ্ধি কমতে পারে। সেসময় ভারতের প্রবৃদ্ধি কমে দশমিক শতাংশ, পাকিস্তানের দশমিক শতাংশ, মালদ্বীপের ১১ শতাংশ শ্রীলঙ্কার প্রবৃদ্ধি কমে দাঁড়াতে পারে মাত্র দশমিক শতাংশে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, ভারতের অবনতি অব্যাহত থাকবে এর পরের বছরও। অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে দেশটির প্রবৃদ্ধি আরও কমে হবে দশমিক শতাংশ। অন্য দেশগুলোর প্রবৃদ্ধি কিছুটা বাড়বে। ওই বছর উন্নয়নের ধারা অব্যাহত রেখে জিডিপি প্রবৃদ্ধিতে ভারতকে আবারও ছাড়িয়ে যাবে বাংলাদেশ। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে দশমিক শতাংশ। সে সময় দক্ষিণ এশিয়ার মধ্যে জিডিপি প্রবৃদ্ধিতে কেবল মালদ্বীপের চেয়েই পিছিয়ে থাকবে বাংলাদেশ। সুতরাং বিশ্বব্যাংকের পূর্বাভাস বলছে, আগামী বছরগুলোতে দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলো অর্থনৈতিক পুনরুদ্ধারে উত্থান-পতনের মুখোমুখি হলেও ইতিবাচক গতিতেই এগিয়ে যাবে বাংলাদেশ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close