reporterঅনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর, ২০২১

চলতি অর্থবছরে ৪২ পণ্য রপ্তানিতে থাকছে নগদ সহায়তা

ফাইল ছবি

২০২১-২২ অর্থ বছরে নতুন ৪টি পণ্য নগদ সহায়তার জন্য যুক্ত করেছে সরকার। ফলে চলতি অর্থবছরের ৪২টি পণ্য ও খাত নগদ সহায়তা পাবে।

সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ।

১ শতাংশ থেকে ২০ শতাংশ হারে নগদ সহায়তা দেয়া হবে। এই অর্থবছরে নতুন যে ৪টি খাত বা পণ্য যোগ কার হয়েছে তাদের ৪ শতাংশ হারে নগদ সহায়তা দেবে সরকার।

এসকল খাতের মধ্যে রয়েছে- দেশে উৎপাদিত চা, বাইসাইকেল ও এর পার্টস, এমএস স্টিল পণ্য ও সিমেন্ট শিট।

এছাড়া বিশেষায়িত অঞ্চলের (বেজা, বেপজা ও হাইটেক পার্ক) বিদ্যমান সহায়তার আওতা বাড়ানো হয়েছে। এর বাইরে বিশেষায়িত অঞ্চলের ‘এ’ টাইপ ও ‘বি’ টাইপ প্রতিষ্ঠানের প্রক্রিয়াজাত কৃষিপণ্য রফতানির বিপরীতে ৪ শতাংশ হারে নগদ সহায়তা পাবে।

বিশেষায়িত অঞ্চলের সব ক্যাটাগরিভুক্ত প্রতিষ্ঠান দেশের বাইরে অন্যান্য পণ্য রফতানির ক্ষেত্রে ১ শতাংশ হারে রফতানি প্রণোদনার সহায়তা পাবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পণ্য রপ্তানি,নগদ সহায়তা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close