reporterঅনলাইন ডেস্ক
  ১৪ সেপ্টেম্বর, ২০২১

ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির তদন্তের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয় না নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো.হাফিজুর রহমান এ কথা বলেন।

তিনি বলেন, যেহেতু আইন লঙ্ঘন হয়েছে, তাই বাণিজ্য মন্ত্রণালয় দায়িত্ব না নিয়ে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দেবে। তার আগে কমিটির সুপারিশ বাণিজ্যমন্ত্রী ও বাণিজ্যসচিবকে জানানো হবে।

হাফিজুর রহমান বলেন, ১০টি ই–কমার্স প্রতিষ্ঠানের তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে চাওয়া হয়েছিল। একটি পাওয়া গেছে। বাকিগুলোর তথ্যও আসবে। বৈঠকে ধামাকা, ই–অরেঞ্জ ইত্যাদির কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে।

তিনি জানান, ইভ্যালি টাকা নিয়ে পণ্য দেয়নি গ্রাহককে। ভোক্তার পাশাপাশি মার্চেন্টরাও ক্ষতিগ্রস্ত। ব্যবস্থা নেওয়ার ভিত্তি হচ্ছে এ বিষয়গুলো।

ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা হওয়ার পর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ কম উঠছে বলেও জানান তিনি।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়,ইভ্যালি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close