reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জুলাই, ২০২১

মধুমতি ব্যাংকের সাবেক ব্যবস্থাপকসহ দুজনের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

পরস্পর যোগসাজশে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মধুমতি ব্যাংকের সাবেক ব্যবস্থাপকসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে ২ কোটি ৭৭ লাখ ৩০ হাজার ৬৪০ টাকা আত্মসাৎ করে দণ্ডবিধির ৪০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মধুমতি ব্যাংক চরফ্যাশন শাখার সাবেক ব্যবস্থাপক (বর্তমানে বরখাস্তকৃত) রেজাউল কবির এবং আত্মসাতে সহায়তা করায় দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় একই ব্যাংকের সাবেক অ্যাসিস্টেন্ট অফিসার ও ক্যাশ ইন চার্জ (বর্তমানে বরখাস্তকৃত) সাহাবুদ্দিনের নামে মামলা করা হয়।

গত ১৫ জুলাই সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) বরিশালে মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক দেবব্রত মন্ডল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মধুমতি ব্যাংক,দুজনের বিরুদ্ধে মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close