reporterঅনলাইন ডেস্ক
  ২২ সেপ্টেম্বর, ২০২০

কমছে সোনার দাম

দুই দিনের ব্যবধানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৪৭ ডলার। অর্থাৎ প্রতি ভরিতে কমেছে প্রায় সাড়ে ১৯ ডলার।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার দুপুরে প্রতি আউন্স সোনা বিক্রি হচ্ছে ১৯০২.২৭ ডলারে, যা আগের দিনের তুলনায় ১০.৪৯ ডলার কম। সোমবার সোনার আন্তর্জাতিক বাজারে লেনদেন শেষ হয়েছিল ১৯১২.৭৬ ডলারে। এদিন, বেশ বড় পতনের মুখে পড়েছিল সোনার দাম। একদিনেই প্রতি আউন্সে ৩৭.২৪ ডলার দাম কমেছিল সোনার দাম। অর্থাৎ দেড় দিনেই ৪৭ ডলার কমেছে প্রতি আউন্স সোনার দাম।

তবে, গত রোববার কিছুটা উর্ধমুখী প্রবণতা ছিল সোনার বাজারে। এদিন, বিশ্ববাজারে প্রতি আউন্স সোনা বিক্রি হয় ১৯৫৩.১৬ ডলারে। আগের দিনে তুলনায় যা ৩ ডলার বেশি।

শনিবারও উর্ধমুখী প্রবণতাতেই লেনদেন হয় সোনা। বিশ্ববাজারে ১৯৫০.৩৯ ডলারে বিক্রি হতে দেখা যায় প্রতি আউন্স সোনা। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি (০.৩৯ ডলার)।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সোনার দাম,স্বর্ণ,আউন্স
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close