reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মার্চ, ২০২০

টিসিবি ও ভোক্তা অধিদফতরের ছুটি বাতিল

করোনাভাইরাসের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এবং পণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সকল কর্মকর্তা ও কর্মচারীর সবধরনের ছুটি বাতিল করা হয়েছে।

বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিস্তার রোধে সোমবার দেশে ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে। এই সময়ে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। তবে হাসপাতাল ও জরুরি সেবা খোলা থাকবে। পুলিশি সেবাও থাকবে।

কিন্তু নতুন করে এক প্রজ্ঞাপন অনুসারে জনস্বার্থে টিসিবি এবং ভোক্তা অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল ঘোষণা করা হয়।

​পিডিএসও/হেলাল​

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,টিসিবি,ভোক্তা অধিদফতর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close