reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মার্চ, ২০২০

জাহাজ আমদানি ও খালাস ৭ এপ্রিল পর্যন্ত স্থগিত

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য জাহাজ আমদানি আগামী ৭ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত স্থগিত করেছে শিল্প মন্ত্রণালয়। সোমবার থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে।

আদেশে বলা হয়েছে, নির্ধারিত এ সময় পর্যন্ত জাহাজ আমদানির ক্ষেত্রে কোনো অনাপত্তি সনদ (এনওসি) দেওয়া হবে না। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প এলাকায় ৩৫ হাজার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনা করে সোমবার মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, এরই মধ্যে এ-সংক্রান্ত পত্র বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো হয়েছে। সিদ্ধান্ত অনুসারে, পুনঃপ্রক্রিয়াজাতকরণের জন্য আমদানি করা ৫টি জাহাজ সোমবার থেকেই গভীর সমুদ্রে দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা,জাহাজ আমদানি,পণ্য খালাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close