reporterঅনলাইন ডেস্ক
  ০২ জুন, ২০২৪

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)

বয়সভিত্তিক দলের সব ধাপ পেরিয়ে জাতীয় দলে অভিষেক হয় নাজমুল হোসেন শান্তর। ২০১৭ সালে টেস্ট ক্রিকেট দিয়ে পা রাখেন আন্তর্জাতিক ক্রিকেটে। ক্যারিয়ারের শুরুতে ব্যাট হাতে ব্যর্থতার জেরে রীতিমতো ট্রলের শিকার হয়েছিলেন তিনি। এরপর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভিন্ন রূপে দেখা মেলে শান্তর। মারকাটারি এই আসরে পাঁচ ম্যাচে দুই ফিফটিসহ দলের হয়ে সর্বোচ্চ ১৮০ রান করেন বাঁহাতি এই ব্যাটার। সেই শান্তই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মাঝপথে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দুটি ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেন তিনি। এরপর গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বাঁহাতি এই ব্যাটসম্যানের কাঁধে তিন ফরম্যাটের অধিনায়কত্বের ভার তুলে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শান্ত পূর্ণ মেয়াদে দায়িত্ব পেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ও সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতেন। এখন পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে ২৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১১টিতে জয় এনে দিয়েছেন শান্ত। তার অধীনে বাংলাদেশ হেরেছে ১৫টি ম্যাচে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৪ ম্যাচে অধিনায়কত্ব করে সাফল্যের হাসি হেসেছেন ৭ ম্যাচে। বিপরীতে ছয় ম্যাচে হারের সঙ্গে পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ। এবারের বিশ্বকাপে আগের সব ব্যর্থতাকে ঝেরে ফেলে দলকে সাফল্যের পথে টেনে আনতে নিজেকে উজাড় করে দেবেন শান্ত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close