ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের রাজা সাকিব
গত ১৮ বছর ধরে বাংলাদেশের হয়ে দারুণ সব কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। ব্যাট-বলে বরাবরই তিনি টাইগারদের সেরা পারফরমার। যথারীতি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও লাল-সবুজ দলের রাজা হয়ে আছেন মাগুরার এ ক্রিকেটার।
সাকিব আল হাসান
২০০৭ সাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আসরেই খেলেছেন সাকিব। এ সংস্করণের বিশ্বকাপের নবম আসরে অংশ নিতে যাচ্ছেন তিনি। তার আগে একনজরে দেখে নেওয়া যাক আগের ৮ আসরে সাকিবের কিছু পরিসংখ্যান।
* টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ ম্যাচ খেলেছেন সাকিব। এ তালিকার দুই নম্বরে আছেন মুশফিকুর রহিম। কুড়ি ওভারের বিশ্বকাপে ৩৩ ম্যাচ খেলেছেন এ উইকেটরক্ষক-ব্যাটার।
* টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ ৪৭ উইকেট নিয়েছেন সাকিব। শুধু বাংলাদেশের নয়, এ সংস্করণে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি এ তারকা অলরাউন্ডার। তার বোলিং গড় ১৮.৬৩। ইকোনমি ৬.৭৮।
* বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনবার অর্ধশতকের দেখা পেয়েছেন সাকিব। ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১০টি ক্যাচ নিয়েছেন তিনি।
* ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ১১ উইকেট নেন সাকিব। এটা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড।
* টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার মালিক সাকিব। ৮ আসরে ২৩ বার বলকে উড়িয়ে সীমানা ছাড়া করেছেন বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন।
* টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক সাকিব। ৩৬ ম্যাচে ৭৪২ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ২৩.৯৩। স্ট্রাইক রেট ১২২.৪৪।
* টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় জুটিতেও আছে সাকিবের নাম। ২০১৪ সালের আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে ১১২ রান যোগ করেন তিনি।
"