পিন্ডির পিলে চমকানো জয় টাইগারদের
যে পাকিস্তানের কাছে পরাধীন ছিল বাংলাদেশ, সেই পাকিস্তানের মাটিতেই পতাকা উড়ল স্বাধীন বাংলাদেশের; সেই পাকিস্তানেরই আকাশ-বাতাসে ছড়িয়ে পড়ল ‘আমার সোনার বাংলার’ সুর! বাংলাদেশ থেকে ২ হাজার ২০০ কিলোমিটারের বেশি দূরে রাওয়ালপিন্ডির ২২ গজে টাইগারদের দাপট দেখল ক্রিকেট বিশ্ব। টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ। পাকিস্তানের মাটিতেই পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতে নিয়েছে টাইগার বাহিনী। ব্যর্থতা ও হতাশার অনেক প্রহর পেরিয়ে বাংলাদেশ সত্যিই পেরেছে লাল-সবুজের বিজয় নিশান ওড়াতে।
বিদেশে এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র সিরিজ জয়টি এসেছে ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের ঝামেলায় সেবার দ্বিতীয় সারির দল খেলায় ক্যারিবিয়ানরা। প্রথমবার কোনো পূর্ণশক্তির দলের বিপক্ষে দেশের বাইরে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ফলে টেস্টে এখন পর্যন্ত এটাই বাংলাদেশের সেরা সাফল্য। বাংলাদেশের ইতিহাসে তো বটেই, টেস্ট ক্রিকেটের ইতিহাসেই আলাদা জায়গা নিয়ে থাকবে এ জয়। বাংলাদেশ এর আগেও চারটি টেস্ট সিরিজ জিতেছে। এর তিনটিতেই প্রতিপক্ষকে ধবলধোলাই করে, যার দুটিই প্রতিপক্ষের মাটিতে। তবে পাকিস্তান জয়ের সঙ্গে সেসবের তুলনাই চলে না। কোথায় বিগত যৌবনা ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে, আর কোথায় পাকিস্তান! দেশের মাটিতে পাকিস্তানের সাম্প্রতিক রেকর্ড ভালো নয়, তাই বলে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে এভাবে উড়িয়ে দেবে- এটা কে কল্পনা করেছিল! সেই অবিশ্বাস্য ঘটনাই ঘটাল বাংলাদেশ। এর আগের আট টেস্টের পাঁচটিতেই জিতেছে বাংলাদেশ। এই পাঁচ জয়ের সর্বশেষ দুটি জয় কি শুধুই পাকিস্তানকে ধবলধোলাই করার আনন্দ ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন দিনের সূচনা? এই আশা করা অবশ্য দোষের কিছু নয়!
২০০০ সালের নভেম্বরে প্রথম টেস্ট খেলা বাংলাদেশ প্রথম জয়ের দেখা পেতে অপেক্ষা করতে হয় ছয় বছর। ২০০৫ সালে নিজেদের ৩৫তম টেস্টে জিম্বাবুয়ের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এরপর জয় এসেছে আরো অনেক। তবে পাকিস্তানের মাটিতে এমন অবিশ্বাস্য জয় আর আসেনি। টাইগারদের আত্মবিশ্বাস ছিল, তবে অতীত যে রেকর্ড, সেটা পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশকে খুব একটা সঙ্গ দেয়নি। কিন্তু মাঠের ক্রিকেটে পাকিস্তানকে সব দিক থেকেই যেন পরাস্ত করেছে টাইগার ক্রিকেটাররা। প্রথম টেস্টের দাপুটে জয়ের পর দ্বিতীয় টেস্টও জিতে নিয়েছে অনায়াসে। তবে বিজয় উদযাপনের জন্য খুব বেশি সুযোগ বাংলাদেশ পাচ্ছে না। চলতি সেপ্টেম্বর মাসেই আবারও মাঠে নামছে বাংলাদেশ দল। এবার মুখোমুখি হবে ক্রিকেট পরাশক্তি ভারতের বিরুদ্ধে। ঘরের মাঠে যারা সবশেষ টেস্ট সিরিজ হেরেছিল ৪ হাজার ২৮০ দিন আগে! ভারতের বিপক্ষেও নেই পূর্বে টেস্ট জয়ের স্মৃতি। তবে পাকিস্তানের বিপক্ষে সদ্যই জয় পাওয়া বাংলাদেশকে আলাদাভাবে চেনাবে ভারতের বিপক্ষে। এর মাধ্যমে ক্রিকেট বিশ্বে টাইগারদের অবস্থান পরিবর্তন হবে, এই আশা রাখা যায়।
রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই মুহূর্তে ক্রিকেটেও এসেছে দারুণ এক জয়, তাও পাকিস্তানের বিপক্ষে। ঐতিহাসিক এই জয় অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। দেশের ক্রিকেটেও এই জয়ের মাধ্যমে আসুক পরিবর্তন, আর সেই সঙ্গে জয়ের ধারা অব্যাহত রেখে বাংলাদেশ নতুন পরাশক্তি হিসেবে জানান দিক ক্রিকেট বিশ্বকে, এই প্রত্যাশা সবার। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে দারুণ এক জয় এনে দেওয়ায় বাংলাদেশ দলকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন।
"