মাছুম বিল্লাহ
মতামত
শিক্ষা বিভাগে ঘুষ-দুর্নীতির সিন্ডিকেট মান বাড়বে কীভাবে?
আমার কাজ যেহেতু শিক্ষা নিয়ে, তাই শিক্ষকদের সঙ্গেই ওঠাবসা, শিক্ষা নিয়েই মূল লেখালেখি- তাই শিক্ষকরা প্রায়ই প্রশ্ন করতেন এবং প্রস্তাব রাখতেন শিক্ষা মন্ত্রণালয়ে এটা জানানো যায় কি না, ওটা পরিবর্তন করার প্রস্তাবনা পাঠানো যায় কি না, শিক্ষার কারিকুলাম মডারেট করা, পরিবর্তন করা এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা কী চাচ্ছেন তা মন্ত্রীকে জানানো যায় কি না ইত্যাদি। আমি তাদের প্রায়ই আকার-ইঙ্গিতে এবং মাঝে মাঝে সরাসরিই বলতাম, আপনি, আমি বা আমাদের মতো যারা শিক্ষা নিয়ে, শিক্ষার্থী নিয়ে, শিক্ষার ভবিষ্যৎ নিয়ে, অভিভাবকদের শিক্ষা সম্পর্কে মতামত নিয়ে যত চিন্তা করি, আলোচনা করি না কেন, তাতে শিক্ষা বিভাগের কর্তাব্যক্তিদের এসব চিন্তা করা বা আলোচনা করার সময় নেই, তাগিদ নেই। কে কী পড়ল বা না পড়ল, কে কীভাবে শিখল বা না শিখল তাতে তাদের কিছু আসে যায় না। প্রথমত, তাদের চিন্তা আলাদা, তাদের উদ্দেশ্য আলাদা। দ্বিতীয়ত, তাদের সন্তানরা এ দেশে কিংবা এ দেশের কারিকুলামে লেখাপড়া করে না, অতএব দেশের পড়াশোনা নিয়ে তাদের চিন্তা করার কোনো কারণ নেই, অবকাশ নেই। তাদের দ্বন্দ্ব সম্প্রতি একটি জাতীয় দৈনিকে শিক্ষার দুর্নীতি বিশেষ করে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী দীপু মনির দুর্নীতির চিত্র ও ব্যপ্তির কথা পড়ে পুরোটাই স্পষ্ট হয়ে গেল।
দুর্দণ্ড প্রতাপে তিনি যখন শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করছিলেন, তখনো শিক্ষা বিভাগের দুর্নীতির খবর বহু বাধা-ভয়ভীতির পরও কিছু কিছু বেরিয়ে আসত। আমরা পত্র-পত্রিকায় দেখেছি চাঁদপুর বিশ্ববিদ্যালয় ভূমি অধিগ্রহণে ঘুষকাণ্ড! সেখানকার ডিসি এর বিরোধিতা করায় ৪৮ ঘণ্টার মধ্যে তাকে বদলির কাণ্ড! এখন যেহেতু একটু পরিবেশ সৃষ্টি হয়েছে, তাই শিক্ষা বিভাগের দুর্নীতির খতিয়ান বের হতে শুরু করেছে এবং আমরা যে বলতাম তাদের শিক্ষা নিয়ে চিন্তা করার সময় নেই, তাদের চিন্তা অন্যদিকে, সেসব বিষয় এখন পুরোপুরি মিলে যাচ্ছে। ২৩ আগস্ট ২০২৪ একটি বাংলা জাতীয় দৈনিক সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির দুর্নীতির একটি প্রতিবেদন ছেপেছে। তাতে লেখা- ‘দীপু মনির দুর্নীতি ও অপকর্মের মূল সহযোগী ছিলেন তার ভাই ওয়াদুদ টিপু। এ টিপুর নেতৃত্বে প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়, পরে শিক্ষা মন্ত্রণালয়ে সিন্ডিকেট গড়ে তোলা হয়। চক্রে চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারও ছিলেন।’ দীপু মনির টাকার
মেশিন ছিলেন চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ওরফে চোরা সেলিম। তার মাধ্যমে চাঁদপুর বালুমহাল থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নেন দীপু মনি ও তার ভাই।
প্রতিবেদনে আরো জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে দীপু মনি পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করেন। শিক্ষা খাতে ঘুষ-দুর্নীতির বিষয় টিপু ছাড়াও স্থানীয়ভাবে দেখতেন চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। টিপু ও রতন মিলে সব বদলি, নিয়োগসহ মন্ত্রণালয়ের নানা কার্যক্রম পরিচালনা করতেন। মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পর্যন্ত তার ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার সুযোগ ছিল না। বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের জন্য দুই কোটি টাকা এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি ৫৫ লাখ টাকা ঘুষ নিতেন। আর দুই লাখ থেকে বিশ লাখ টাকা কেনাবেচা হতো শিক্ষা প্রশাসনের নানা পদ। রাজধানীর কলাবাগান ও বনানীতে ছায়া অফিসের মাধ্যমে দীপু মনির মন্ত্রণালয়ের অনেক কিছু নিয়ন্ত্রণ করত তার ভাই টিপুর নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেট, যার নাম ছিল ‘রাজনৈতিক স্বজন’। শিক্ষামন্ত্রী থাকাকালে ২০২২ সালে বেসরকারি নর্থ-সাউথ ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পরিবর্তনের নামে এগুলোর নিয়ন্ত্রণ নেয় একটি চক্র, যার নেপথ্যে ছিলেন দীপু মনি। এভাবে তার অনুগত পার্টির লোক দিয়ে নর্থ-সাউথ, মানারাতের ট্রাস্টি বোর্ড, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ও তারা দখল করেন। শুধু তাই নয়, গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ দখল করতে গেলে প্রতিষ্ঠানটির সামনে মানববন্ধন করেন শিক্ষার্থী ও অভিভাবকরা এবং উচ্চ আদালতের শরণাপন্ন হয়ে রক্ষা পায় প্রতিষ্ঠানটি। স্কুল-কলেজ ভবন নির্মাণে ৫ শতাংশ কমিশন, শিক্ষার উন্নয়ন বাজেটের বেশির ভাগ বরাদ্দ পায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এ খাতে ঠিকাদারকে ৫ শতাংশ কমিশন দিয়ে কাজ নিতে হতো। এর নিয়ন্ত্রণ তৎকালীন পুরোটাই ছিল দীপু মনির হাতে। অর্থাৎ যেখানেই অর্থ সেখানেই তারা ছিলেন।
নতুন শিক্ষাক্রমে নোট-গাইড বিক্রি নিষিদ্ধ করার নামে গাইড বিক্রেতাদের কাছ থেকে নিয়মিত কমিশন নিতেন। এক প্রকাশনীর মালিক এ কাজে তাকে সহায়তা করতেন, যার বাড়িও চাঁদপুর। এক নোট-গাইড প্রকাশক জানান, তিন মাস পরপর অন্তত ২৫ কোটি টাকা কমিশন নিতেন দীপু মনি। নোট-গাইডের সঙ্গে জড়িত আট থেকে দশ লাখ লোক। তাদের ক্রিয়েটিভ উপায়ে কীভাবে কাজে লাগানো যায়, শিক্ষায় তারা কীভাবে অবদান রাখতে পারেন, সেগুলো চিন্তা না করে লোকদেখানো সেøøাগান ‘নোট-গাইড বন্ধ’ আর বছরে কোটি কোটি টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া জাতি ধ্বংসের আরেকটি অধ্যায়। বোর্ডের প্রশ্নপত্র এমনভাবে তৈরি করতে হবে, যাতে নোট-গাইড থেকে শিক্ষার্থীরা তাদের ধারণার বিস্তৃতি ঘটাতে পারেন কিন্তু হুবহু মুখস্থ কিছু লিখতে না পারেন। এসব চিন্তা কে করবে? যিনি করাবেন তিনি তো ব্যস্ত ছিলেন টাকার খাম নেওয়ার জন্য আর যাদের মাধ্যমে করাবেন তারাও তো টাকার মোটা খাম দিয়ে পদায়ন নিয়েছেন। অতএব শিক্ষার যা হওয়ার তাই হয়েছে।
একজন মানুষের জীবনে কত টাকা লাগে? সাবেক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি তার এক সাক্ষাৎকারে বলেছেন, সাবেক শিক্ষামন্ত্রী আট হাজার কোটি টাকার মালিক এবং তিনি খাবার-দাবার খেতেন সব পাঁচ তারকা হোটেলের। অনেক ব্যবসায়ী আছেন, যাদের সম্পদ ও নগদ অর্থ অনেক আছে এবং থাকতে পারে, কারণ তারা তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠান বড় করেন, যেখানে দেশের অনেক মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করেন। সেটির একটি যৌক্তিকতা আছে কিন্তু একজন মন্ত্রী এবং বিশেষ করে শিক্ষামন্ত্রী তার যদি এ ধরনের অর্থ-বিত্ত থাকে এবং সেটি ক্রমান্বয়ে বাড়তে থাকে, তাহলে শিক্ষার কী দশা হয়, তার প্রত্যক্ষ প্রমাণ আমরা দেখলাম। লাখ লাখ শিক্ষার্থী যখন পড়ামোনা বাদ দিয়ে, বিদ্যালয়ে আসা বাদ দিয়ে পুরো এক নতুন অজানা অধ্যায়ে পা বাড়াচ্ছিল, হাজার হাজার অভিভাবক, শিক্ষক এবং বহু শিক্ষাবিদ দুটো বছর ধরে চিতকার করে কাটাচ্ছেন, এই কারিকুলাম জাতিকে ধ্বংস করছে। তখন ওই শিক্ষামন্ত্রী কানে তুলো দিয়ে রাখলেন। আর তার সঙ্গে কয়েকজন তারা যেকোনো উপায়ে এটি চালু করার জন্য পুরো শিক্ষা প্রশাসন, শিক্ষক সমাজের ওপর প্রচণ্ড চাপ প্রয়োগ করলেন কারণ সেখানে যে অর্থের বেসাতি আছে। আরো আছে যে কথা ড. কলিমউল্লাহ বলেছেন, একটি দেশের প্রেসক্রিপশনে পুরো জাতি ধ্বংসের খেলায় মেতেছিলেন তারা। শিক্ষার বর্তমান অবস্থাকে তিনি আইসিইউর সঙ্গে তুলনা করেছেন। এটি যথার্থই বলেছেন। কারণ একজন ভিসি যদি দুই কোটি টাকা দিয়ে নিয়োগপ্রাপ্ত হন, তাহলে তিনি বিশ্ববিদ্যালয়ের বারোটা বাজাবেন না তো কী করবেন? শিক্ষার সঙ্গে কী ওই ভিসিদের কোনো সম্পর্ক আছে? পুরো জাতি ধ্বংসের খেলায় তারা মত্ত ছিলেন। একজন অধ্যক্ষের যদি ৫৫ লাখ টাকা ঘুষ দিয়ে অধ্যক্ষ হতে হয়, তাহলে তিনি সরকারদলীয় ছাত্র সংগঠনের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন ছাড়া আর কী করবেন? জাি ননা আমাদের শিক্ষার অবস্থা কবে এবং কীভাবে পরিবর্তন হবে। তবে, মঙ্গলের প্রত্যাশায় থাকলাম।
লেখক : শিক্ষাবিশেষজ্ঞ ও গবেষক
(সাবেক ক্যাডেট কলেজ, রাজউক কলেজের শিক্ষক, চিফ অব পার্টি ব্র্যাক এডুকেশন এবং কান্ট্রি ডিরেক্টর-ভাব বাংলাদেশ)
"