reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

সোশ্যাল ইসলামী ব্যাংকের আগারগাঁও শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ

সোশ্যাল ইসলামী ব্যাংকের আগারগাঁও শাখার উদ্যোগে গত ২৯ জানুয়ারি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত। আগারগাঁও শাখার ব্যবস্থাপক শামিমা নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন-১-এর প্রধান মো. মাজহারুল হক এবং প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক এম এ মোতালেব।

নাজমুস সায়াদাত বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে। গ্রাহক সন্তুষ্টিই আমাদের বড় চালিকা শক্তি উল্লেখ করে তিনি সবাইকে এসআইবিএলের ওপর আস্থা রেখে আগের মতো ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close