
০৩ ফেব্রুয়ারি, ২০২৫
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে রিয়া মানি ট্রান্সফারের কার্যক্রম শুরু

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় রেমিট্যান্স কোম্পানি রিয়া মানি ট্রান্সফারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রবিবার ব্যাংকের প্রধান কর্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর। এ সময় ইন্ডিয়া ও সাউথ এশিয়া রিয়া মানি ট্রান্সফার সার্ভিসেস প্রা. লিমিটেডের এমডি ও সিনিয়র রিজনাল ডিরেক্টর ড. এমিল রুবান বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, উপব্যবস্থাপনা মো. আমিনুল ইসলাম ভূঁঞা, এস এম আবু জাফর এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন