reporterঅনলাইন ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি, ২০২৫

অনলাইনে ফি আদায়ে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের চুক্তি

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিবিধ ফি ও চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

গত বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত চুক্তি স্বার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা ও সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পে এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের পক্ষে ড. মো. আবদুল হাকিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close