reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জানুয়ারি, ২০২৫

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণ কর্মশালা

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি ‘মানি অ্যান্ড ব্যাংকিং ডাটা (এসবিএস) রিপোর্টিং অ্যান্ড রিসেন্ট চেঞ্জেস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের পরিচালক, প্রবীর কুমার সরকার, অতিরিক্ত পরিচালক, মো. নুরুল ইসলাম ও ব্যাংকিং পরিসংখ্যান বিভাগের উপপরিচালক, মো. তোফাজ্জল হোসেন সেশন পরিচালনা করেন। বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের এসবিএস রিপোর্টিংয়ের গুরত্ব এবং এ বিষয়ে সাম্প্রতিক পরিবর্তনগুলো সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন এবং সঠিক ও নির্ভুলভাবে রিপোর্টিং করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। কর্মশালায় বিভিন্ন শাখা হতে মোট ৬২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সাউথইস্ট ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close