reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জানুয়ারি, ২০২৫

পূবালী ব্যাংক এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ব্যাংকাসুরেন্স সেবা

ব্যাংকের মাধ্যমে গ্রাহককে সরাসরি ইনস্যুরেন্স সেবা দিতে ব্যাংকাসুরেন্স সেবা চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি। পূবালী ব্যাংকের প্রধান কার্যালয় মিলনায়তনে পূবালী ব্যাংক পিএলসি এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যাংকাসুরেন্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। গেস্ট অব অনার ছিলেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এবং হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের পরিচালক মনির উদ্দিন আহমদ ও আজিজুর রহমান এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পরিচালনা পর্ষদের স্পন্সর পরিচালক জিয়াদ রহমান এবং স্পন্সর পরিচালক আদিবা রহমান, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও উত্তম কুমার সাধু, কনসালটিং অ্যাকচুয়ারি ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এবং কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী।

নতুন এ সেবার মাধ্যমে পূবালী ব্যাংকের শাখা থেকে গ্রাহকরা এখন জীবনবিমা সুবিধা গ্রহণ করতে পারবেন, যা তাদের আর্থিক নিরাপত্তাকে আরো সুদৃঢ় করবে। এ উদ্যোগ বাংলাদেশের আর্থিক খাতে একটি নতুন অধ্যায় সূচনা হয়েছে দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সফল পথচলাকে আরো গতিশীল করবে। অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান বলেন, এ ব্যাংকাসুরেন্স সেবা আমাদের গ্রাহকের জীবনকে আরো সুরক্ষিত করবে এবং তাদের আর্থিক সুরক্ষার একটি নতুন মাত্রা প্রদান করবে। পূবালী ব্যাংক সবসময় গ্রাহককে সেরা সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close