অনলাইন ডেস্ক
১১ ডিসেম্বর, ২০২৪
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও র্যাংকনের চুক্তি
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বিশেষ সুবিধা পেতে প্রতিষ্ঠানটির সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে র্যাংকন মোটরবাইকস লিমিটেড। গত রবিবার শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির কার্ডহোল্ডাররা র্যাংকন মোটরবাইকস লিমিটেডের সুজুকি ব্র্যান্ডের মোটরবাইকস ক্রয়ে ৩ থেকে ২৪ মাসের কিস্তিতে ০% (শূন্য শতাংশ) ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেনের উপস্থিতিতে ব্যাংকের ভিপি ও কার্ড ডিভিশনের প্রধান মো. রিয়াদ হোসেন এবং র্যাংকন মোটরবাইকসের চিফ অপারেটিং অফিসার এ কে এম তৌহিদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন