এনসিসি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন
ঝুঁকিবিষয়ক সচেতনতা বৃদ্ধি, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা তৈরি এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনাবলী মেনে চলার প্রত্যয় নিয়ে এনসিসি ব্যাংক পিএলসির বাৎসরিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৪ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ফস্টারিং প্রোএকটিভ রিস্ক ম্যানেজমেন্ট কালচার অ্যান্ড এনডিউরিং রেজিল্যান্স পাওয়ার’। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন-২ বিভাগের পরিচালক এএনএম মইনুল কবীর। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনের সভাপতিত্বে উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. রাফাত উল্লা খান স্বাগত বক্তব্য দেন। অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন-২ বিভাগের যুগ্ম পরিচালক মাহমুদা হক বিশ্লেষণ ধর্মী আলোচনা করেন। এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, মো. জাকির আনাম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ভিপি ও রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ শিহাব হায়াত রিজভী, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, বিভিন্ন অঞ্চলের অঞ্চল প্রধান, বিভিন্ন শাখার ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হন। সংবাদ বিজ্ঞপ্তি।
"