reporterঅনলাইন ডেস্ক
  ০১ ডিসেম্বর, ২০২৪

ব্র্যাক ব্যাংক ও চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির চুক্তি

নারী উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের সিগনেচার প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’-এর প্রশিক্ষণ কর্মসূচিতে অ্যাকাডেমিক পার্টনার হিসেবে এবার চট্টগ্রামে যুক্ত হলো চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।

গত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান হয়েছে।

নারী উদ্যোগতাদের স্বপ্ন পূরণে সহায়তার লক্ষ্যে এবং ক্ষমতায়ন নিশ্চিতে একসাথে কাজ করতে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ২৯ অক্টোবর ২০২৪ নগরীর জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। ব্র্যাক ব্যাংকের নারী ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’, উদ্যোগী নারীদের স্বপ্ন পূরণে সহায়তার লক্ষ্যে ‘উদ্যোক্তা ১০১’ নামক এই প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। এই পূর্ণাঙ্গ অ্যাক্সেলারেটর প্রোগ্রামটি প্রতিশ্রুতিশীল উদ্যোক্তাদের ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা দক্ষতা শাণিত করতে সহায়তা করে, যা তাদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে চালু করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close