নিজস্ব প্রতিবেদক
০১ ডিসেম্বর, ২০২৪
পাঁচদিনে এমারেল্ড অয়েলের দাম বাড়লো ৫৯ কোটি টাকা
গত সপ্তাহ কিছুটা অস্থিরতার মধ্যদিয়ে পার করেছে দেশের শেয়ারবাজার। এ বাজারে দাম বাড়ার ক্ষেত্রে বড় ধরনের দাপট দেখিয়েছে এমারেল্ড অয়েল। পাঁচ দিনে কোম্পানিটির শেয়ার দাম ৫৯ কোটি টাকার ওপরে বেড়ে গেছে। এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ার আগ্রহের শীর্ষে চলে আসে। ফলে সপ্তাহজুড়েই শেয়ারের দাম বেড়েছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এ কোম্পানিটির শেয়ার। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৬ দশমিক ১০ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৬ টাকা ৫০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে ৫৯ কোটি ৩২ লাখ ৬৮ হাজার ২৬ টাকা।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন