reporterঅনলাইন ডেস্ক
  ২৫ নভেম্বর, ২০২৪

এনসিএল টি-২০ টুর্নামেন্টের টাইটেল স্পনসর হলো আল-আরাফাহ ব্যাংক

ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-২০ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশে প্রথমবারের মতো দেশীয় খেলোয়াড়দের নিয়ে এ আয়োজন করতে যাচ্ছে। গত ২৩ নভেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এনসিএল টি-২০-এর জমকালো লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এআইবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী, বিসিবি পরিচালক ফাহিম সিনহা, টুর্নামেন্টের গোল্ড স্পনসর ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর আমিনুল ইসলাম খান এবং সিলভার স্পনসর রিমার্ক-হারল্যান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close