reporterঅনলাইন ডেস্ক
  ১৫ নভেম্বর, ২০২৪

সোশ্যাল ইসলামী ব্যাংকের পুনর্গঠিত শরিয়া সুপারভাইজরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের বাংলাদেশ ব্যাংক কর্তৃক পুনর্গঠিত পরিচালনা পর্ষদ ব্যাংকের শরিয়া সুপারভাইজরি কমিটি পুনর্গঠন করে। আট সদস্যের এই পুনর্গঠিত শরিয়া সুপারভাইজরি কমিটির প্রথম সভা (৯১তম) গত ১১ নভেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় মুফতি মাহফুজুল হক শরিয়া সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান, মুফতি আবদুল্লাহ মাসুম ভাইস চেয়ারম্যান এবং মুফতি আবু বকর সিদ্দিক নাবিল সদস্য সচিব নির্বাচিত হন। ওই সভায় পুনর্গঠিত শরিয়া সুপারভাইজরি কমিটির অন্য সদস্যদের মধ্যে মুফতি যুবায়ের আবদুল্লাহ, ড. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ড. এম মাসুদ রহমান, ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান (মিলন) এবং প্রফেসর ড. মো. শামসুল আলম উপস্থিত ছিলেন। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মো. নাজমুস সায়াদাতসহ ঊর্ধ্বতন নির্বাহীরা। সভায় উপস্থিত সদস্যরা ব্যাংকের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং সোশ্যাল ইসলামী ব্যাংককে একটি পরিপূর্ণ শরিয়া কমপ্লায়েন্ট টেকসই ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালানোর প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close