নিজস্ব প্রতিবেদক

  ১৪ নভেম্বর, ২০২৪

বিলম্ব না করার নির্দেশ এলসি পরিশোধে

বর্তমানে দেশের ব্যাংকগুলোয় পর্যাপ্ত পরিমাণে ডলার সংগ্রহ থাকায় যথাসময়ে এলসি (লেটার অব ক্রেডিট/ঋণপত্র) পরিশোধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়, কোনো ব্যাংকের দেরি করে অর্থ পরশোধের মতো কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ সময়মতো এলসির বিল পরিশোধ না করায় দেশের ব্যাংকগুলোর সঙ্গে বিদেশের ব্যাংকগুলোর সম্পর্ক খারাপ হচ্ছে। এতে আরো বলা হয়েছে, বর্তমানে অনেক ব্যাংক বৈদেশিক মুদ্রার শর্ট পজিশন থেকে বর্তমানে লং পজিশনে রয়েছে। অর্থাৎ, ডলার সরবরাহ বেড়েছে। তারপরও কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে, অনেক ব্যাংকের কাছে ডলার থাকার পরও তারা ফরেন পেমেন্টগুলোয়ত বিলম্ব করছে। মূলত এ কারণেই নির্দেশনাটি দেওয়া হয়েছে।

একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যাংকের বৈদেশিক মুদ্রা সম্পদ এবং এর দায়গুলোর মধ্যকার পার্থক্যকে ওই ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ নেট ওপেন পজিশন (এনওপি) বলে। লং এনওপি হলো, যখন ব্যাংকের তুলনায় বৈদেশিক মুদ্রা সম্পদ বেশি থাকে; আর যখন সম্পদের তুলনায় দায় বেশি হয়, তখন সেই পরিস্থিতিকে বলা হয় শর্ট এনওপি।

অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর গেল তিন মাসে অক্টোবর পর্যন্ত ব্যাংকিং খাতে রেমিট্যান্স এসেছে ৭.০৩ বিলিয়ন ডলার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close