reporterঅনলাইন ডেস্ক
  ১৩ নভেম্বর, ২০২৪

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ওসমান গণি বাজার উপশাখা উদ্বোধন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ওসমান গণি বাজার উপশাখা ফেনীকে গত ১১ নভেম্বর সোমবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান ও ইভিপি মো. আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শরিয়াভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ জনপদের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। গ্রাহকরা এই উপশাখা থেকে আমানত, বিনিয়োগ, রেমিট্যান্সসেবাসহ সব ধরনের ইসলামী ব্যাংকিং সুবিধা পাবেন। ব্যাংকের কুমিল্লা আঞ্চলিক প্রধান শামসুল করিম মজুমদার, লস্করহাট শাখা ব্যবস্থাপক শাকিল মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close